ব্রেকিং নিউজ
নোয়াখালীতে ফ্রি বিরিয়ানি খাওয়ার জন্য বরিশালের ৩ জন লঞ্চের হেল্পার পরিক্ষার্থী সেজে এসে হাতে নাতে আটক


আমরা জানি নোয়াখালি এর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ অনুষ্টিত হয়েছে। আর নোয়াখালিতে পরীক্ষা উপলক্ষে সেখানে ফ্রি খানা থাকার ব্যবস্থা করেছিলো নোয়াখালির লোক জন । এই ফ্রি এর কথা শুনে বরিশাল এর লোকজন দল বেধে নোয়াখালির দিকে রওনা হয়েছে জানা গেলো।
আজ আমাদের নোয়াখালির একজন জানায় আজ নাকি তারা ৩ জন লোককে আটক করেন। যারা নিজেদের পরিক্ষার্থী দাবী করে বিরিয়ানি খেতে এসেছিলো। তাদের দেখে ছাত্র না লাগায় তাদের ধরা হয় আর তাদের ধরলে তারা আমতা আমতা করতে থাকে। তাতে তাদের উপর সন্ধেহ আরো বেড়ে যায় এবং তাদের থেকে তাদের পরিক্ষার এডমিট কার্ড দেখতে চাইলে তারা দেখাতে পারেনা। বলে এডমিট কার্ড হারিয়ে গেছে।
পরে তাদের পকেট চেক করলে লঞ্চের চাকরির কার্ড পান। এবং গন পিটুনী দেন। পরে তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় তারা এইসব প্রায়ই করে থাকে। যেখানে ফ্রি তে খানা দেয় তারা বরিশাইল্লারা সেখানে চলে যান। তারা আরো বলেন তাদের সাথে আরো হাজার খানেক লোক এসেছে । এটা শুনে নোয়াখালির লোকজন আতংকে পড়ে যান এবং তাদের লঞ্চে তুলে আবার পাঠিয়ে দেন।