ব্রেকিং নিউজ
প্রশ্নপত্রে এক্স গার্লফ্রেন্ড নাম দেখে অঝোরে কাঁদলো যশোরের ফাহিম


আজকাল কাউকে সে প্রেম করে কিনা জিজ্ঞেস করলে সঠিক উত্তর পাওয়া বড় মুশকিল। সবাই বলে তার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই। সে প্রেম করে না কিন্তু খোঁজাখুঁজি করলে তিন চারটে প্রাক্তন অনায়াসে বেরিয়ে আসে।তেমনি যশোরের এক যুবক ফাহিম।
সে এবার ক্লাশ দশম শ্রেনীর ছাত্র। সামনে তার এসএসসি পরীক্ষা। কিন্তু তার আগে ঘটেছে বিপর্যয়। টেস্ট পরীক্ষা দিতে গিয়ে বাংলা প্রশ্নের উদ্দীপকে তার প্রথম প্রাক্তনের নাম দেখে হাউমাউ করে কেঁদে ওঠে সে।শিক্ষক তার কাঁদার কারণ জিজ্ঞেস করলে বলে উদ্দীপকে তার প্রাক্তনের নাম দেখে সে ইমোশনাল হয়ে পরে এবং কেঁদে ফেলে।
শেষ অব্দি সে ভালোভাবেই পরীক্ষা দিয়েছে জানা যায়।