ব্রেকিং নিউজ
আসল পেঁয়াজ বলে প্লাস্টিকের পেঁয়াজ বিক্রি করার সময় হাতেনাতে ধরা খেলো তানভির


বর্তমানে পেঁয়াজের দাম উর্ধ্বগামী। দিনকে দিন পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দাম চলে যাচ্ছে সাধারন মানুষের ধরা ছোঁয়ার বাহিরে।
কোনো কোনো পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করে তৈরি করে ফেলেছেন রাজপ্রাসাদের মতো বাড়ি। কেউ কেউ কিনেছেন দামী দামী গাড়ি। আর সেই গাড়ি করে ঘুরে বেরাচ্ছে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের রাস্তায়।
কারো কারো কাছে জিম্মি আছে হাজার হাজার মণ পেঁয়াজ। তারা চাইছেন পেঁয়াজের মূল্য বৃদ্ধি আরও হোক।
কিন্তু পেঁয়াজের এত দাম দেখে হিংসায় ক্ষোভে জ্বলে যাচ্ছে কিছু পেঁয়াজ ব্যবসায়ী, যারা কিনা আগে কম দামে তাদের পেঁয়াজ বাজারে বিক্রি করে দিয়েছে।
এর মধ্যে তানভির অন্যতম। যে কিনা পেঁয়াজের দাম কম দেখে ১০০০ মণ পেঁয়াজ আগেই বিক্রি করে দেয় এবং বিক্রি করার কিছুদিনের মধ্যেইই পেঁয়াজের দামের অগ্রগতি দেখা দেয়। সে তখন আফসোস করতে করতে কপাল চাপড়ায়।
এমন সময় তানভিরের স্ত্রী বুদ্ধি দেয়, সে চীন থেকে কমদামে প্লাস্টিকের নকল পেঁয়াজ আমদানি করতে পারে। এবং তা চড়া দামে বিক্রি করতে পারে।
তানভিরের স্ত্রীর এমন বুদ্ধি তার ভালো লাগে। তানভির তার চীনে বসবাসরত বন্ধুকে দিয়ে কম দামে ২০০০ মণ পেঁয়াজ আমদানি করে গোপনে। এবং তা সাধারন পাবলিকের কাছে চড়া দামে বিক্রি করে।
সব ভালো মতো গেলেও এক ক্রেতার কাছে ধরা খেয়ে যায় তানভির। ক্রেতা ভালোভাবে পেঁয়াজ পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসে তানভিরের বিক্রি করা সব পেঁয়াজি নকল।
শেষ খবর পাওয়া পর্যন্ত তানভির এখন পুলিশের হেফাজতে আছে। রমনা থানাতে সে এখন বন্দী অবস্থায় আছে।