ব্রেকিং নিউজ
বেশি দামে লবণ বিক্রি করার সময় প্রাক্তন প্রেমিক কে পুলিশে ধরিয়ে দিলো নারায়ণগঞ্জের সাদিয়া


দেশে পর্যাপ্ত পরিমাণ লবন থাকা সত্ত্বেও এক দল পাবলিক গুজব রটিয়ে লবণের দাম আকাশ সমান বানিয়ে ফেলেছেন। কোথাও কোথাও ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে লবণ।
এর মাঝে পুলিশ জানিয়েছে কোথাও এমন বেশি দামে লবণ বিক্রি করা হলে ৯৯৯ এ কল করে জানিয়ে দিতে। এবং ঘটনা সত্যি হলে জরিমানা করা হবে আর ২০% জরিমানার টাকা বাদীকে দেয়া হবে।
কিন্তু লবণের এমন চড়া দামের ফায়দাকে কাজে লাগিয়ে নিজেও বেশি দামে লবণ বিক্রি করতে নেমেছিলো ঈশান।
পাবনার সুজানগর উপজেলার ঈশান সুজানগর বাজার থেকে ৪০ টাকা দরে লবণ কিনে এনে তা ১৫০ টাকা দরে বিক্রি করছিলো।
এসব কর্মকান্ড দেখে ঈশান এর প্রাক্তন প্রেমিকার এসব সহ্য হচ্ছিলো না। সে প্রেমের প্রতিশোধ নেয়া একটা ভালো উপায় দেখতে পেয়ে যায়। এবং ৯৯৯ ফোন দিয়ে ফরিদের এমন কর্মকান্ডের কথা পুলিশকে জানিয়ে দেয়।
পুলিশ তৎক্ষণাৎ ঘটনা স্থলে এসে ফরিদকে লবণ বিক্রি করার কর্মকান্ড হাতেনাতে ধরে ফেলে।
ধরা খাওয়ার পাওয়ার পর ফরিদ বুঝতে পারে এসব ষড়যন্ত্রে কার হাত থাকতে পারে। ফরিদকে ধরে নিয়ে যাওয়ার সময় ফরিদের প্রাক্তন প্রেমিকা দূরে দাড়িয়ে হাসতে থাকে।
সে সময় ফরিদ তার প্রাক্তন প্রেমিকাকে দেখে নিবে বলে জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঈশানের বর্তমানে সুজানগর উপজেলা থানাতে অবস্থান করছে। এবং তার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে যার ২০% জরিমানার টাকা পাবে ফরিদের প্রাক্তন প্রেমিকা।
ইহা একটি ফেইক এবং সার্কাস্টিক নিউজ তাই এটাকে সিরিয়াস ভাবে নেয়ার কিছু নেই। সবাইকে ফান হিসেবে নেয়ার অনুরোধ থাকল।