ব্রেকিং নিউজ
ট্রায়াল রুমে ট্রাই করার নাম দিয়ে শার্ট পকেটে নিয়ে পালানোর সময় ধরা খেলো নোয়াখালির রাকিব


নোয়াখালিতে ঘটেছে এমন এক ঘটনা দামী মার্কেটে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সেখানে একটা শার্ট পছন্দ হয় রাকিব আহসানের । কিন্তু তার পকেটে নাই টাকা সে তাই ভাবে শার্ট টি সে চুরি করবে তাই সে দোকানে গিয়ে বলে শার্ট টা কি দেখা যাবে । আর সে শার্ট দেখে বলে এবার একটু ট্রায়াল দিয়ে আসি বলে
যখন মালিক অনয দিকে যায় সে আরেকটা শার্ট নিয়ে দুইটা একসাথে নিয়ে গিয়ে ট্রায়াল রুমে ডুকে আর একটা গায়ে দিয়ে পিক তুলে বের হয় । তারপর সে আবার ট্রায়াল রুমে যায় শার্ট বদলানোর জন্য সেময় সে অন্য শার্ট টা পকেটে নিয়ে ফেলে। বের হয়ে সে বলে শার্ট টা ভাল্লাগেতেসেনা আমি এটা নিবোনা।
তার কথা আর অঙ্গবঙ্গি মালিকের কাছে সন্দেহের মনে হয় আর দেখে তার পকেট এর ফাক দিয়ে তার দোকানের শার্ট এর এক কোনা দেখা যাইতেসে তখন তাকে ডাকলে সে দৌড় দেয় আর পরে তাকে মার্কেট এর নিচ থেকে ধরে গ্নপিটোওনি দেয় মালিক আর মার্কেট এর লোকজন।
Hey There
This is a nice post
it helps me a lot
keep posting this type of post
i apreciate it so much
Bangla Song Lyrics!