ব্রেকিং নিউজ
একদিনে ৫৭ বার মুতে রেকর্ড করলো খুলনার তানভির


নভেম্বর রেইন গান সবাই নিশ্চয়ই শুনেছেন। নভেম্বর মাসে বৃষ্টি হলে রোমান্টিক মানুষজন হ্যাশ ট্যাগ নভেম্বর রেইন লাগিয়ে ফেসবুকে পোস্ট দেয়। সবাই রোমান্টিক হতে চায়। ক্লাসি লেভেল হাই করতে চায়।
কিন্তু এবার নভেম্বরের বৃষ্টি অক্টোবরে হওয়াতে কেউ কেউ রাগে তাদের অফিস ভাংচুর করেছেন। চাকরি থেকে রিজাইন নিয়ে একটা হুলুস্থুল বাধিয়ে দিয়েছেন।
কেউ কেউ ফার্মেসির দোকান গুলোতে ভিড় বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, ফার্মেসি থেকে চার কোনা প্যাকেটের ওষুধ কেনার মাত্রা ছাড়িয়ে যাবে অন্য যেকোনো সময়েদ রেকর্ডকে।
বৃষ্টি মানেই কারো কাছে রোমান্টিকতা না। কারো জন্যে বয়ে আনে দুঃসংবাদ।
কিন্তু এতকিছুর মাঝে আড়ালে ঢেকে গেছে পাবনার
জামিল। তার এমনিতেই বৃষ্টি আসলে প্রসাব করার প্রবনতা বেড়ে যায়। সে সব নিয়ম করে মেনেও নিয়েছিলো। কিন্তু ব্যাঘাত ঘটালো অক্টোবরের বৃষ্টি।
এই অসময়ে বৃষ্টি এর ফলে খুলনার তানভির একদিনে ৫৭ বার প্রসাব করে বিশ্বরেকর্ড করে ফেলেছেন। গিনিস বুকে কয়েকদিন পরেই নাম উঠে যাবে।
ইতিমধ্যে বিজ্ঞানীরা বলছেন এটাই নাকি “ওয়েদার ডিমান্ড।”