

কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি মহোদয়ের ভেরিফাইড ফেইসবুক আইডি হ্যাক করে সরকার বিরোধী বিভিন্ন বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে।হ্যাকার মেসেঞ্জারে কল করে মোটা অংকের চাঁদা দাবী করে না হলে সরকার বিরোধী বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষকে সরকার বিরোধী গড়ে তুলার হুমকি দেন।বিষয়টি থানায় মামলা করা হয়ছে সব ডকুমেন্টস সাবমিট করে,দ্রুত আইডি হ্যাক কারীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।কক্সবাজার সদর মডেল থানায় মামলা হিসেবে নথিভুক্ত করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
হ্যাকারের পরিচয় পাওয়া গেছে এই মর্মে সোস্যাল মিড়িয়া ছবি এবং তার বাড়ীর ঠিকানা সহ মুটোফোন নম্বার ভাইরাল (01882531876), ছেলেটি সিলেটের মদন মহন কলেজে পড়ে বলে জানা গেছে, তার বাড়ী সিলেটের টিলাগড় নামক জায়গায়।
তাকে দেখামাত্র পুলিশকে সোপার্দ করার জন্য বলা হচ্ছে।
পুলিশ সূত্রে নিশ্চিত করছে যে মাননীয় সাংসদ মহোদয়ের আইডি হ্যাকে আমরা জোরালো চেষ্টা চালাচ্ছি ছেলেটাকে ধরার জন্য।